গোপালগঞ্জে চারতলা ভবনের ব্যালকনি থেকে পড়ে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুর নাম রুহি হাওলাদার (১)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুহি হাওলাদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া এলাকার সোহেল হাওলাদারের কন্যা। সে তার বাবা-মার সঙ্গে গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার পাশে ফুফুর বাড়িতে থাকতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রুহি ফুফুর বাড়ির চারতলার ব্যালকনি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

