জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীকে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করা হয়। অভিযুক্তরা তার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বন্যা খাতুন (২৬) নামে ওই নারীকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। ফুটেজে দেখা যায়, একটি সাদা মাইক্রোবাসে দুই ব্যক্তি কালো বোরকা পরিহিত বন্যা খাতুনকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছেন।
অপহৃত নারীর বাবা চান মিয়া (৫৫) সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯ ঘণ্টা পর লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, অপহরণের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযান চালিয়ে নারীকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

