আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গর্বের আরেকটি মাইলফলক অর্জিত হয়েছে। ড. মো. শাহিদুল ইসলাম দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ইউনিভার্সিটি অব কোয়াজুলু-নাটাল থেকে ফেলোশিপ অর্জন করেছেন।
তিনি হলেন এই বিশ্ববিদ্যালয় থেকে ফেলো স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, ড. মো শাহিদুল ইসলামকে এই সম্মাননা দেওয়া হয়েছে তার ব্যতিক্রমধর্মী একাডেমিক অর্জন ও গবেষণালব্ধ অবদানের জন্য। তিনি গত সাড়ে সাত বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বায়ো-টেকনোলজি ক্লাস্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিশ্ববিদ্যালয়ের এক অনাড়ম্বর এওয়ার্ড অনুষ্ঠানে তাকে সম্মানসুচক ফেলো প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।
একুশে সংবাদ/ দ.আ.প্র/এ.জে