বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক না পায়, তা নিয়ে ধানের শীষ বাতিল করার হুমকি অযৌক্তিক। তিনি প্রশ্ন করেছেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কা দিতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদের দেওয়া হবে, তা নির্বাচন কমিশনই ঠিক করবে। তাহলে অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “ধানের শীষ প্রতীক অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে। কেউ এটিকে আটকে দেওয়ার চেষ্টা করলেও, ধানের শীষ জিতলে দেশের উন্নয়ন-প্রতিবন্ধক চক্রান্তকারীরা বাধ্যতামূলকভাবে সরতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল তৈরি করার চেষ্টা করি; কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত গণতন্ত্রে পুরোপুরি ফিরতে পারবো না।”
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনসিপির নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টা দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের সামনে দুটো পথ রয়েছে—শাপলা প্রতীক দেওয়া হবে, অথবা ধানের শীষ ও সোনালি আঁশ প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে। শাপলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা এটি পাবো। যদি না পাই, তাতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

