বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি আটক থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, শহিদুল আলমকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, শহিদুল আলমকে বহনকারী বিমানের অবতরণ হয়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।
এর আগে, গাজা অভিমুখী কনশেনস জাহাজে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী শহিদুল আলমকে আটক করে নিয়ে যায়। আটক হওয়ার কিছুক্ষণ আগে তিনি নিজেই একটি ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছিলেন।
একুশে সংবাদ/এ.জে