AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

জামায়াত-এ-ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ভবিষ্যতে ক্ষমতায় এলে দেশের সেবায় তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিলে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনস্রোতকে কর্মক্ষেত্র ছেড়ে রাস্তায় নামতে হবে না; ইনসাফের ভিত্তিতে প্রত্যেকের পাওনা উপযুক্তভাবে প্রদান করা হবে। তাঁর বক্তব্যে তিনটি প্রধান অঙ্গীকার উল্লিখিত হয়েছে —

প্রথমত, শিক্ষা ব্যবস্থা সংস্কার: দুর্নীতিবোধ ও অনৈতিকতা সৃষ্টি করে এমন শিক্ষাকে বাদ দিয়ে নৈতিকতা ও ব্যবহারিক দক্ষতা সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠা করা হবে। এমন শিক্ষা দেওয়া হবে যা মানুষকে মানুষ হিসেবে গড়বে, সম্মান শেখাবে এবং বাস্তবে কাজ করার যোগ্য করে তুলবে। তিনি আরো বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে কর্মসংযোগ বাড়ালে বেকারত্ব কমবে—জন্য প্রত্যেকে চাকরি বা উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হবে।

দ্বিতীয়ত, মর্যাদা নির্ধারণে যোগ্যতা ও কাজের গুরুত্ব: শুধুমাত্র ডিগ্রির ভিত্তিতে কাউকে মর্যাদা দেয়া হবে না; কাজ ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে মর্যাদা নির্ধারণ করা হবে।

তৃতীয়ত, দুর্নীতিমুক্তি ও বেতনের পুনর্গঠন: দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে এবং সার্ভিসের গভীরতা ও দায়ভার অনুযায়ী বেতন কাঠামো সুনির্দিষ্ট করা হবে—যাতে সেবা প্রদানের মান বৃদ্ধি পায়।

শফিকুর রহমানের এসব অঙ্গীকার সভায় উপস্থিতদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে সংবাদে উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!