জুলাই জাতীয় সনদের নীতির ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চালাতে এবং গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের পাঁচ দফা গণদাবি ঘোষণা করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দেশজুড়ে জনগণের ভোট প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এগুলো তাদের মূল দাবি।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবিঃ
১. জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে দুইকক্ষীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা (‘লেভেল প্লেইং ফিল্ড’) গড়ে তুলতে হবে।
৪. ‘ফ্যাসিস্ট শাসনের’ সময়ে সংঘটিত নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির মামলার ন্যায়সঙ্গত ও দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে।
৫. কেন্দ্রীয়ভাবে স্বৈরাচার সমর্থক বলে আখ্যায়িত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, দেশের বিভিন্ন পেশাজীবী—বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও শিক্ষাবিদরা পিয়ার-ভিত্তিক নির্বাচন-প্রক্রিয়ার কথা সমর্থন করছেন। তাই জনগণের দাবি আদায়ে গণআন্দোলনের বিকল্প নেই বলে দলটি মনে করছে এবং সেই প্রেক্ষিতে তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে