গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
দলের মুখপাত্র ফারুক হাসান জানিয়েছেন, নুর দেশে থেকেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। তবে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এবং সেখানে তার ৪ থেকে ৬ সপ্তাহ থাকতে হতে পারে।
ফারুক হাসান অভিযোগ করেন, নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে বাসায় ফেরেন নুর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

