AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনিয়োগকারীরা নির্বাচনের দিকেই তাকিয়ে: আমীর খসরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২০ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিনিয়োগকারীরা নির্বাচনের দিকেই তাকিয়ে: আমীর খসরু

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতের অর্থনীতি ও বিনিয়োগের সুযোগ রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, এলডিসি থেকে উত্তরণ আপাতত স্থগিত রাখা উচিত এবং বিষয়টি জাতিসংঘে অবহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এলডিসি উত্তরণ স্থগিত না করে অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া দরকার।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, মাত্র ২০ শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকলে এর অপব্যবহার হতে পারে।

বৈঠকে মোট ১১ জন শীর্ষ ব্যবসায়ী অংশ নেন। রাজনৈতিক অনিশ্চয়তা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!