AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে: রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৪ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হওয়ার কথা থাকা ‘জুলাই সনদ’ তার দল ইতিবাচকভাবে গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই সনদ সংক্রান্ত একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান বের করা সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।”

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক মিডিয়ায় বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যারা অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচারের কথা বলেছেন, তবে তা সম্পূর্ণ আইনসঙ্গতভাবে।”

রিজভী আরও বলেন, “তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, মূল লক্ষ্য জাতীয় ঐক্য গঠন। দেশের সুশীল সমাজ, পেশাজীবী ও সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে।”

কৃষি খাত সম্পর্কেও তিনি মন্তব্য করেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ ক্ষেত্রে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

রিজভী জানান, অ্যাব একটি নীতিমালা প্রণয়ন করবে, যা কৃষকের স্বার্থ রক্ষা করবে এবং দেশের জনগণকে উপকৃত করবে। তিনি উল্লেখ করেন, এই দিকনির্দেশনা ও প্রেরণা এসেছে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!