চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন ভুক্তভোগী মৎস্যচাষী আব্দুর রফিক (৫০)। তিনি দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের আবুল হোসেন মল্লিকের ছেলে।
শুক্রবার সকালে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তার পাঁচ বিঘা জলকারে মাছ মরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাষি আব্দুর রফিক। এসময় তিনি পুকুরের পানিতে ভেসে থাকা শতাধিক মরা মাছ দেখতে পান।
আব্দুর রফিক অভিযোগ করে বলেন, “আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুতামূলকভাবে রাতে কেউ পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।”
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে