AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর)  বিকেলে কুমিল্লার টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে বিএনপিকে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এটিই দলের অঙ্গীকার হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এখন বক্তৃতা নয়, কাজের সময়। ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, অতীতের সরকার আমলে বিপুল অঙ্কের অর্থ লোপাট হয়েছে এবং ব্যাংকিং খাত ব্যাপক সংকটে পড়েছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাও তিনি স্মরণ করিয়ে দেন।

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিনের সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!