AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের আগে গণভোটে অটল জামায়াতে ইসলামী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

নির্বাচনের আগে গণভোটে অটল জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই গণভোট আয়োজনের দাবিতে অটল অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, “যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে গণভোটও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই আগে গণভোট আয়োজনই সবচেয়ে যুক্তিসঙ্গত।”

বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের জানান, “গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে সবাই একমত হয়েছেন। নভেম্বরের মধ্যেই এটি আলাদাভাবে সম্পন্ন হওয়া উচিত। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও গণভোট নিয়ে এখন আর কোনো বিরোধ নেই। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো গণভোটের মাধ্যমেই অনুমোদন বা বাতিল হবে।”

তিনি বলেন, “অনেকে প্রস্তাব দিয়েছেন নির্বাচন ও গণভোট একসাথে করার, কিন্তু আমরা মনে করি এটি দুটি স্বতন্ত্র প্রক্রিয়া। গণভোটের ফলের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ নির্বাচন। জনগণ যদি সংস্কার প্রস্তাব গ্রহণ করে, তাহলে সেই ভিত্তিতেই নির্বাচন হবে; আর যদি প্রত্যাখ্যান করে, প্রক্রিয়াটি সেখানেই থেমে যাবে। তাই নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত।”

একই দিনে দুই ভোটগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, “দুটি প্রক্রিয়া একসাথে হলে বিভ্রান্তি তৈরি হবে। জুলাই সনদে যেমন আপার হাউস প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে—গণভোটে সেটি অনুমোদিত হলে পরবর্তী সংসদ নির্বাচনে তা অন্তর্ভুক্ত হবে। কিন্তু একই দিনে নির্বাচন হলে জনগণ বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় পড়বে।”

তার মতে, “একসাথে আয়োজন করলে এক প্রক্রিয়ার বৈধতা অন্যটির ওপর নির্ভর করবে। ফলে নির্বাচনের প্রশ্নবিদ্ধতা গণভোটকেও বিতর্কিত করে তুলবে, যা জুলাই সনদের লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “সম্প্রতি দুটি নির্বাচনই হয়েছে, কিন্তু দেখা গেছে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরও পরাজিত পক্ষ সহজে মেনে নেয়নি। গণভোটের ক্ষেত্রেও এমন মানসিকতা যেন না থাকে, সেটি নিশ্চিত করা জরুরি।”

শেষে ডা. তাহের বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—গণভোট অবশ্যই হবে এবং নভেম্বরের মধ্যেই হওয়া উচিত। অতীতে বাংলাদেশে ১৯ দিনের ব্যবধানেও গণভোট আয়োজনের নজির আছে। তাই নভেম্বরের ভেতর গণভোট সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!