AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২ অক্টোবর ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৩ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

১২ অক্টোবর ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর (রোববার) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। তিনি সেখানে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ১২ অক্টোবর রোমে পৌঁছাবেন এবং ডব্লিউএফপি’র সভায় অংশগ্রহণ ছাড়াও উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে যোগ দেবেন।”

প্রেস সচিব আরও জানান, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে বিপুল সংখ্যক বিবিএ স্নাতক তৈরি হচ্ছে, যা বাজারের চাহিদার তুলনায় বেশি। এ অবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া দেশের নয়টি রাষ্ট্রায়ত্ত রেজিম কোম্পানি দ্রুত অবসায়নের প্রক্রিয়ায় আছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!