AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৫ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশি ইলিশের চাহিদা প্রতিবছরই বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি থাকে। এ কারণে দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছরই শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকেরা আগামী ১১ সেপ্টেম্বর অফিস সময়ের মধ্যে হার্ডকপিতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট নিবন্ধন, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে।

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে যারা আহ্বান ছাড়া আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন দাখিল করতে হবে।

গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রথমে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন রপ্তানি হয়েছিল। সেখানে এবার অনুমতি দেওয়া হলো তার প্রায় অর্ধেক। গতবার মোট ৪৯টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমোদন পেয়েছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত পরিমাণের বাইরে ইলিশ রপ্তানি করা যাবে না, অনুমতি কোনোভাবেই হস্তান্তর বা সাব-কন্ট্রাক্ট করা যাবে না। পাশাপাশি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় রপ্তানি কার্যক্রম স্থগিত করা হতে পারে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!