AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমাদেরকে স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৪ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

আমাদেরকে স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে—এখন আর পরনির্ভর হয়ে চলার সময় নয়। দেশকে স্বনির্ভরতার পথে এগোতেই হবে। আমরা যে নির্ভরশীল অবস্থায় আছি, সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসাই এখন সময়ের দাবি। এর বাইরে অন্য কোনো পথ নেই।”

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সভায় অধ্যাপক ইউনূস বলেন, “স্বনির্ভর হতে হলে আমাদের চিন্তাধারা ও অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আত্মনির্ভরতার জন্য বুদ্ধি, শ্রম ও অধ্যবসায়ের সমন্বয় প্রয়োজন। কাজটি সহজ নয়, কিন্তু এর মধ্যেই আনন্দ ও গৌরব আছে। আমরা যে ‘নতুন বাংলাদেশের’ কথা বলি, তার মূল চেতনা হলো—স্বনির্ভর বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “এই জাতির নিজস্ব শক্তি ও সক্ষমতা রয়েছে। তরুণ প্রজন্ম ও তাদের সৃজনশীলতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবেই জাতি প্রকৃত অর্থে মুক্তি পাবে পরনির্ভরতার শৃঙ্খল থেকে।”

সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!