আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবার পূজার সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবে। তিনি বলেন, “পূজা একটি ধর্মীয় আয়োজন, তাই সবার সতর্ক থাকা জরুরি। ইতোমধ্যে প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই সীমিত পর্যায়ে আছে। যেসব এলাকায় ভাঙচুর হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।”
এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মতে, বিভিন্ন রুট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে, আর এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলীয় পথেও এ ধরনের প্রবাহ দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, “আরাকান আর্মি মাদক ব্যবসার ওপর নির্ভর করে টিকে আছে। বর্তমানে বিপুল পরিমাণ মাদক আটক করা সম্ভব হচ্ছে, যার ফলে বাজারে এর দাম বেড়ে গেছে।”
কৃষকদের অবস্থা নিয়ে তিনি মন্তব্য করেন, “দেশজুড়ে আলুর চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এভাবে যদি চলতে থাকে এবং তারা পরের মৌসুমে আলু আবাদ থেকে সরে দাঁড়ান, তাহলে বাজারে আলুর দাম হঠাৎ বেড়ে যেতে পারে।”
একুশে সংবাদ/এ.জে