ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
অভিযুক্ত রিপন মোল্যা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. আক্তার মোল্যার ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, রিপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে (প্রায় ৩টার দিকে) রিপন সিঁধকেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। সকালে এলাকাবাসী রিপনের বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, “পেটের তাগিদে আমি গত ৮ দিন ধরে বাইরে শ্রমিকের কাজ করছিলাম। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান ছিল। ঘটনার রাতে আমার স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন, তখন বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
গ্রেপ্তারকৃত রিপন মোল্যা পুলিশের কাছে বলেন, “আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলাম। পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।” তবে স্থানীয়দের দাবি, রিপন নিয়মিত ইয়াবা সেবন করে এবং তার বিরুদ্ধে পূর্বেও অভিযোগ রয়েছে।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “সিঁধকেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন নামে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/ এ.জে