জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়।
সূত্র জানায়, ৮৪ দফা সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদের খসড়া। এর কাঠামো প্রায় চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো, ফলে বিলম্ব হচ্ছে সনদ ঘোষণায়।
এর আগে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনায় অংশ নেয় কমিশন, তবে তাতে একমত হওয়া যায়নি। পরে গত ৫ অক্টোবর গণভোটের বিষয়ে বেশিরভাগ দলের নীতিগত সম্মতি মেলে। আজকের বৈঠকে সেই প্রস্তাব বাস্তবায়নের কাঠামো নিয়েই আলোচনা চলছে।
কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষর নিয়ে সনদের চূড়ান্ত খসড়া প্রকাশের লক্ষ্যে কাজ করছে কমিশন।
বৈঠকে উপস্থিত রয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে