শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) যথারীতি সাপ্তাহিক ছুটি থাকায় কর্মচারীরা টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন।
সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি কর্মচারীরা তিন দিন করে এবং দুর্গাপূজায় এক দিনের ছুটি পান। তবে ভিন্ন সময়ে নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর নজির রয়েছে।
২০২৫ সালের ছুটির তালিকায় দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি এবং দুর্গাপূজায় দুই দিনের ছুটি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

