গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রসংস্কার বিষয়ক ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে মুকসুদপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান স্বপন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান স্বপন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, ওলামা দলের নেতা মো. মিরান শরীফ, শ্রমিক দলের নেতা রাকিবুল হাসান, পৌর যুবদল নেতা মো. নিশাম মিয়া, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ এ.জে