বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের জনস্বার্থে নতুন কর্মস্থলে বদলি করা হলো। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২২ সেপ্টেম্বর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
একুশে সংবাদ/এ.জে