প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন তার জীবনের শেষ সুযোগ। তিনি জানিয়েছেন, দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।”
তিনি নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, “আজ আমরা তাদের মতামত শুনব যারা সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত। তারা জানেন কোথায় সমস্যা হয়, কোন জায়গায় গ্যাপ আছে। এই মতামতগুলো আমাদের সামনে এগোনোর পথ দেখাবে।”
সিইসি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার সম্প্রসারণ, সরকারি কর্মচারী এবং হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে ভোটার তালিকা হালনাগাদের সময়। নারী ও পুরুষ ভোটারের মধ্যে পার্থক্য কমিয়ে আনা হয়েছে। আমরা পোস্টাল ব্যালটের জন্য একটি মডেল তৈরি করেছি। প্রযুক্তি-ভিত্তিক এই পদ্ধতি প্রবাসী, সরকারি কর্মচারী এবং কয়েদিদের ভোট দেওয়ার সুযোগ দেবে।”
তিনি আরও বলেন, “এআইের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমার বয়স ৭৩ বছর। জীবনে এটি শেষ সুযোগ হিসেবে নিয়েছি। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।”
সভায় উপস্থিত ছিলেন— ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, মো. নূরুজ্জামান তালুকদার, সাবেক উপসচিব মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম, সাবেক যুগ্মসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী, সাবেক আঞ্চলিক কর্মকর্তা মাহফুজা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, সাবেক উপসচিব মিছবাহ উদ্দিন এবং সাবেক আঞ্চলিক কর্মকর্তা মীর মো. শাহজাহান।
একুশে সংবাদ/এ.জে