দেশের অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অগ্রভাগে থাকা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪৯ জন সদস্য গত পাঁচ দশকে দায়িত্ব পালনকালে প্রাণ দিয়েছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৬৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত অপারেশনাল কার্যক্রমে এ প্রাণহানি ঘটে।
প্রথম শহীদ হন নারায়ণগঞ্জে দায়িত্বরত সাব-স্টেশন অফিসার সাত্তার ভূঁইয়া, ২০ মার্চ ১৯৬৬ সালে এক অভিযানে। এরপর থেকে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়সহ বিভিন্ন দুর্যোগ, অগ্নিকাণ্ড, ভবন ধস, সড়ক দুর্ঘটনা কিংবা জনতার হামলায় অনেক ফায়ারফাইটার শহীদ হয়েছেন।
সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে ২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে, যেখানে একসাথে ১৩ জন সদস্যের মৃত্যু হয়।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে—২৪ জুলাই ২০২৩ নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় এক ড্রাইভারের মৃত্যু। ২৮ মে ২০২৪ গোপালগঞ্জে ঝড়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি।২৬ ডিসেম্বর ২০২৪ রাজধানীতে ট্রাকচাপায় আরেক সদস্যের মৃত্যু। সর্বশেষ, ২৩ সেপ্টেম্বর ২০২৫ টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার শামীম আহমেদ দায়িত্ব পালনকালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তথ্য অনুযায়ী, শুধু গত এক দশকেই নিহত হয়েছেন ২৪ জন, আহত হয়েছেন অন্তত ৩৮৬ জন ফায়ার সার্ভিস সদস্য।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার ও মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, প্রতিটি শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের ফায়ারফাইটারদের অনুপ্রেরণা যোগায়। প্রতি বছর তাদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করা হয়।
একুশে সংবাদ/এ.জে