শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসহযোগী সংগঠন ওলামা বিভাগের ২ নম্বর নকলা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে হাফেজ মাওলানা আব্বাস আলীকে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুর রশিদকে সেক্রেটারি করা হয়েছে। কমিটিতে মোট ১১ জন সদস্য রয়েছে।
অন্যান্য পদাধিকারীরা হলেন:
সহ-সভাপতি: মাওলানা আব্দুর রাজ্জাক মুন্সী
সহকারি সেক্রেটারি: মাওলানা আলাল উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: ক্বারী মাওলানা আমিরুল ইসলাম
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা উসমান আলী
অর্থ সম্পাদক: হাফেজ রফিকুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা জিহাদ হাসান রাসেল
সমাজ কল্যাণ সম্পাদক: হাফেজ আনিস মিয়া
কার্যনির্বাহী সদস্য: হাফেজ আল আমিন ও হাফেজ জিয়ারুল ইসলাম
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। কমিটি মাওলানা শাহ আলম (শাহজাহান) অনুমোদন দিয়েছেন এবং মেয়াদ নির্ধারিত হয়েছে এক বছর।
এ উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন জামায়াতসহ স্থানীয় ওলামাদের সমন্বয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বর্তমান অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি নবী হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে