রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। পানির ঘাটতি ও ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে বর্তমানে ১৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। শুরুতে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে আরও ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬টি করা হয়। সর্বশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হওয়ায় মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার সময়েও বস্তির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
গুলশান ও বনানীর লাগোয়া প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজার ঘর রয়েছে। এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাতে লাগা আগুনে ডজনখানেক ঘর পুড়ে যায়। গত বছরের ২৪ মার্চ এবং ১৮ ডিসেম্বরেও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ বস্তিতে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

