ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলে ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স জিলানী ফিলিং স্টেশন ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।
তিনি জানান, জিলানী ফিলিং স্টেশন ইউনিট-২ এবং ভাই ভাই এন্টারপ্রাইজ—উভয় পাম্পেই প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোলের পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি., ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায়। এছাড়া ৫ লিটার মেজার দিয়েও তেল পরিমাপে ১০০ মি.লি. কম পাওয়া যায়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘন এবং ৪৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

