AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজের আশ্বাস সিইসির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৯ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজের আশ্বাস সিইসির

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিনের শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। জমা দেওয়া আবেদনগুলো কমিশন গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। এখন শুনানিতে আবেদনকারীরা তাদের যৌক্তিক যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপত্তিকারীদের পক্ষে তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইসি সচিবের তথ্য অনুযায়ী, আজকের শুনানির সূচি হলো— দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসন; আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসন; আর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি শোনা হবে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। ভোটার সংখ্যা ভারসাম্য রাখতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করার প্রস্তাব দেওয়া হয় এবং বাগেরহাটের আসন চার থেকে তিনে নামানোর প্রস্তাব করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে মোট ৮৩টি আসন নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!