AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যান্ত্রিক ত্রুটিতে কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০০ পিএম, ১২ আগস্ট, ২০২৫

যান্ত্রিক ত্রুটিতে কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল

যান্ত্রিক সমস্যায় উড়োজাহাজ সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক রুটেও। মঙ্গলবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটি ঢাকা থেকে কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করেছে।

বিমান সূত্র জানায়, উভয় ফ্লাইট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে পরিচালিত হওয়ার কথা ছিল। তবে রোমে গ্রাউন্ডেড থাকা একটি ড্রিমলাইনারের কারণে উড়োজাহাজ সংকট দেখা দেওয়ায় ফ্লাইটগুলো বাতিল হয়। ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইট ছাড়ার কথা ছিল বিকেল ৩টা ৪৫ মিনিটে এবং ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট বিকেল ৫টা ৫ মিনিটে।

বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলো আগামীকাল নতুন সময়সূচিতে ছেড়ে যাবে এবং যাত্রীদের তা জানানো হচ্ছে। এদিকে রোমে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য পাঁচজন প্রকৌশলী পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যার মধ্যেই এটি উড্ডয়ন উপযোগী হবে এবং আটকে থাকা যাত্রী ও ক্রুদের দেশে ফিরিয়ে আনা যাবে।

উল্লেখ্য, গত এক মাসে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে চাকা খুলে পড়া, ইঞ্জিনে কম্পন, ল্যান্ডিং গিয়ারের ত্রুটি, কেবিন তাপমাত্রা বেড়ে যাওয়া সহ নানা যান্ত্রিক সমস্যা ধরা পড়েছে, যা ফ্লাইট সূচিতে বিঘ্ন সৃষ্টি করছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!