AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় পিএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৪:৪১ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

ভাঙ্গুড়ায় পিএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি ক্যাপশন- পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিএসডিও‍‍`র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: একুশে সংবাদ.কম

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং ভাঙ্গুড়া উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা পাওয়া কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা এ আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ছাড়া ‘সেরা রক্তযোদ্ধা’, ‘সেরা সদস্য’, ‘সেরা উদীয়মান সদস্য’ ও ‘মানবতার শ্রেষ্ঠ সন্তান’—এই চার ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়।

পিএসডিও পরিবারের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পথচলা আলোকিত, গৌরবময় ও সফল হোক—এ শুভকামনা জানানো হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।

জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি সমাজের বিভিন্ন পেশাজীবীর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারেরও আয়োজন করে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন—সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই বাচ্চু, শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজীজ মো. মহসিন আলী, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সদর উদ্দিন, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক লোকমান হোসেন খান, পিএসডিও’র প্রধান উপদেষ্টা ওমর ফারুক এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির প্রমুখ।

পিএসডিও’র সভাপতি মো. রুহুল আমিন বলেন, “শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে পিএসডিও পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে—এটাই প্রত্যাশা। মেধাবীদের পথচলায় পিএসডিও সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ জাবের আল সিহাব।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!