বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন স্থানে পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণে উপস্থিত ওই ছাত্রদল নেতা বলেন, “দলের শীর্ষ নেতার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যদি করো জন্য মন থেকে কিছু করার ইচ্ছে থাকে তাহলে কোনো পদের প্রয়োজন হয় না বা করো প্রতিনিধি হওয়ার দরকার হয় না। সকলের দোয়া থাকলে আমার এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো।”
বিতরণে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তৌফিক, শিহাব, রাকিবসহ একাধিক ছাত্রদল নেতাকর্মীরা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

