AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৩ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলি এলাকায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং নরসিংদীর গাবতলীতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট-পলেস্তরা ভেঙে নিচে পড়ে। সে সময় নিচতলায় একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত আরও ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্প শুরুর পর ১০ মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে মা বাসা থেকে বেরিয়ে আসছিলেন। এ সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় শিশু ফাতেমা, আর তার মা গুরুতর আহত হন—এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।

নরসিংদীর গাবতলীতে বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

এ ছাড়া রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে পাশের দুইতলা একটি বাসায় একজন আহত হয়েছেন। বারিধারার একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট সেখানে গেলেও আগুনের কারণ ভূমিকম্প কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!