নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাঁও মৈধাম গ্রামের বাসিন্দা বিদ্যা মিয়া চঞ্চল যুবলীগের পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
চাঁনগাঁও মৈধাম গ্রামের এরশাদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া চঞ্চল জানান, ব্যক্তিগত কারণে তিনি যুবলীগের সব ধরনের পদ ও সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, “আমি আগে মদন উপজেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ছিলাম। কিন্তু আমাকে না জানিয়ে মদন উপজেলা যুবলীগের কমিটিতে কী পদে রাখা হয়েছিল, তা আমার জানা ছিল না। লোকমুখে শুনেছি যে আমি যুবলীগের কমিটিতে আছি। বিষয়টি দীর্ঘদিন পর জানতে পারি—তাই স্বেচ্ছায় যুবলীগের সকল সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

