AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যাবের হাতে আটক ৩টি তক্ষক চুয়াডাঙ্গায় সামাজিক বনায়ন কেন্দ্রে অবমুক্ত



র‍্যাবের হাতে আটক ৩টি তক্ষক চুয়াডাঙ্গায় সামাজিক বনায়ন কেন্দ্রে অবমুক্ত

র‍্যাবের হাতে আটক ৩টি তক্ষক (Gecko) আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা সামাজিক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানের গাছে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ অবমুক্তকরণের কাজ সম্পন্ন হয়।

জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ৩টি তক্ষকসহ গ্রেপ্তার করে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। ওই রাতেই আজিজকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে র‍্যাব। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর থানা পুলিশ আজিজকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।

আদালতের বিজ্ঞ বিচারক ইয়াসমিন নাহার পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বিবেচনায় এই মূল্যবান বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার আদেশ দেন এবং আব্দুল আজিজকে জেলা কারাগারে প্রেরণ করেন।

আদালতের আদেশে তক্ষক অবমুক্তের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু, চুয়াডাঙ্গা সদর এস.এফ.এন.টি.সি রেঞ্জের সহকারী শাহজামাল রিপন, অফিস স্টাফ আবুল হাসনাত রানা ও মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসানুজ্জামান রিগান, বায়জিদ, জীসান, এহসান হাবিব, নিরব, শাহাবুল, নিরব আলী, রতন এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

এই অবমুক্তকরণ অভিযান বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের যৌথ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!