রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামালের আড়ৎ ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি বন্ধ করতে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার কাঁচামালের আড়ৎ মার্কেটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানটি পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-৫ আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
অভিযানে মার্কেটে থাকা দোকানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হবে। পরে মার্কেটটি সিলগালা করে দেওয়া হবে। মার্কেটটিতে বর্তমানে ১৭৬টি দোকান রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে মার্কেটটি ছাড়তে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমাদের সময় দেওয়া হয়নি। আমাদের সময় দিলে অন্য জায়গায় ব্যবস্থা করে চলে যাব।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :