নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের তথ্যও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
রোববার সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, “দুদক সম্পদের বিবরণী চাচ্ছে। সেখানে যদি বিদেশে রাখা সম্পদের হিসাব না দেওয়া হয়, তা অন্যায় হবে। অনুপার্জিত বা অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধেও দুদক আইনসম্মত ব্যবস্থা নেবে।”
দুদকের নানা সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তির পরিমাণ হলফনামায় দেখানো হয়েছিল ৫ দশমিক ২১ একর। অনুসন্ধানে আমরা পাই ২৯ একর। সে সময় দুদক তদন্ত করে তথ্য বের করলেও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

