জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে থেকে ফিরিয়ে আনতে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ঢাকা।
রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনালের রায় ভারতকে জানিয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “দুই দিন আগে চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে।”
তবে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা পর্যন্ত তারা এ ধরনের কোনো চিঠি বা ই-মেইলের কপি পাননি।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি ও রাষ্ট্রপক্ষের সাক্ষী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং কামালকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়। বিচারিক প্রক্রিয়ায় সহায়তা করায় সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
সেদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, রাতেই বা পরদিন সকালে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

