রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সদরের নিকটস্থ মারিশ্যা–খাগড়াছড়ি সড়কের ‘০২ কিলো’ নামক এলাকায় অভিযান চালিয়ে দুটি বস্তায় মোট ৭৬ কার্টুন (ESSE Lights) বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।
রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা–খাগড়াছড়ি রোডে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা গহিন পাহাড়ের ঢালে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পাহাড়ি এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে, যাতে ৭৬ কার্টুন বিদেশি ব্যান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিত চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি চোরাকারবারীরা নানা অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা বাড়িয়েছে—এ কারণে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আভিযানিক টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

