আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এমন কোনো শঙ্কা নেই। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে দলগুলোর বিক্ষোভ, মিছিল ও সভা-সমাবেশের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে।”
তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ছিল। গত দেড় বছরের প্রচেষ্টায় তা অনেকটাই উন্নতির দিকে এসেছে।”
একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্যকে কেন্দ্র করে তিনি বলেন, “দেশে অপরাধ পরিস্থিতি নিয়ে কেউ কী বিশ্লেষণ করলেন, সেটি তার মতামত। তবে তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, তা আমার জানা নেই। এখন দেশে নানা বিষয়ে বহু বিশ্লেষক পাওয়া যায়। যোগ্যতা সম্পর্কে না জানলে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
ভূমিকম্প–সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের দেশে ভূমিকম্পের কোনো আগাম সতর্কতা ব্যবস্থা নেই। শুনেছি, কিছু দেশে নাকি এমন অ্যাপ আছে যা দশ সেকেন্ড আগে সতর্ক বার্তা দেয়। আমরাও এমন ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছি।”
তিনি আরও বলেন, “অনেকে বলেন, একটি ভূমিকম্পের এক থেকে দেড় ঘণ্টা পর আরেকটি ধাক্কার সম্ভাবনা থাকে। তবে এবার বাংলাদেশে বড় ভূমিকম্পের পরই ছোট একটি কম্পন অনুভূত হয়েছে। আমরা বিশেষজ্ঞ নই; এ বিষয়ে আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করবো।”
ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জলাশয় ভরাট করে ভবন নির্মাণে ঝুঁকি বাড়ছে। আবার ভূমিকম্পের সময় আশ্রয়ের জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। ভবিষ্যতে এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।”
মধ্যরাতে একজন সাংবাদিককে ডিবি পুলিশ তুলে নেওয়ার ঘটনায় তিনি বলেন, “এ নিয়ে সাংবাদিকদের মধ্যেই আলোচনা হয়েছে। তারা বলেছেন, ওই ব্যক্তি যে কাজ করেছেন তা সাংবাদিকতার পরিধির বাইরে ছিল।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

