AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ জানুয়ারির মধ্যে আনিসুল-সালমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৪ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

৮ জানুয়ারির মধ্যে আনিসুল-সালমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান তদন্ত আগামী ৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, একাধিক সচিব ও সাবেক সাংসদসহ মোট ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের এজলাসে না এনে খাস কামরায় বসে নির্দেশনা প্রদান করে জানায়—এই আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৮ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ চতুর্থ দিনের যুক্তিতর্ক চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গতকাল দিনভর শুনানিতে প্রসিকিউশন পক্ষ দালিলিক প্রমাণের ভিত্তিতে ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা ও জুলাইয়ের ধারাবাহিক ঘটনাপ্রবাহ আদালতের সামনে উপস্থাপন করে। এ সময় আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়।

অন্যদিকে, আশুলিয়া মরদেহ পোড়ানো সংক্রান্ত আরেকটি মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।

একুশে সংবাদ // র.ন

Link copied!