AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজও ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে  আজও ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসেন। এর আগে মঙ্গলবারও তিনি সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হলেও সেদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্যগ্রহণ হয়নি।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। এরপর নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দেন। তার দুই দিন পর, ৫ আগস্ট, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

এই মামলায় এখন পর্যন্ত ১৭ দিনের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মাহমুদুর রহমান ছিলেন রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী। তার আগে সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বরও নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি ও মাহমুদুর রহমান সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে পারেননি।

 

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!