AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে দেওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তবে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম— চারজন বাদী হয়ে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়নে ফরম জমা দেন। কিন্তু যেসব জেলা অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেয়নি, তাদের আবেদন বাতিল করেন বিসিবি সভাপতি। পরবর্তীতে প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে সই করে নতুন কাউন্সিলর পাঠানোর নির্দেশ দেন তিনি।

এ নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, বিসিবির গঠনতন্ত্রের ১২(৭) ধারা অনুযায়ী পুনরায় কাউন্সিলর পাঠানোর সুযোগ নেই, এবং সভাপতিরও এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!