AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০১ এএম, ১২ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

গণঅভ্যুত্থান-২৪ এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হচ্ছে আজ।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করবে। এরপর প্রতিরক্ষা আইনজীবীরা তাদের বক্তব্য দেবেন। সর্বশেষ পর্যায়ে প্রসিকিউশন পক্ষ যুক্তি-খণ্ডন উপস্থাপন করবে। শুনানি প্রক্রিয়া শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ পর্যায়ে যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্কের প্রথম দিনটি সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা এটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পারবেন।

এর আগে গত বুধবার মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করেন।

গুরুত্বপূর্ণ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের পরিবারসহ একাধিক স্বজনহারা ব্যক্তি। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান স্টার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। মামলায় মোট ৫৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি পরিচালনা করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম। তাদের সঙ্গে অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত থাকবেন।

অন্যদিকে, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে অংশ নেবেন।
আর গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে রয়েছেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!