বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি নিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এর আগে হাইকোর্ট বিভাগ বুলবুলের চিঠির কার্যকারিতা নিয়ে ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছিল এবং কেন চিঠিটি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল। রিটটি করেছিলেন এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরকারপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে গেলে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশই স্থগিত করে দেন আদালত। ফলে আপাতত বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতায় কোনো আইনি বাধা থাকল না।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলর মনোনয়ন দিতে বলা হয়েছিল। তবে কিছু সংস্থা তা অনুসরণ না করায় বিসিবি সময়সীমা প্রথমে ১৮ সেপ্টেম্বর, পরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
একুশে সংবাদ/এ.জে