টানা দুই বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে বলে জানাচ্ছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের সর্বশেষ গবেষণা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে। সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষকদের উদ্ধৃত করে জানায়, দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন।
গবেষণা প্রকল্পের সহ-নেতা ইরিনা চেন বলেন, “নির্ভুল মৃত্যুর সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। তবে যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান দেওয়ার চেষ্টা করেছি।”
গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজায় মৃত্যুর সংখ্যা ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫—এই সীমার মধ্যে। তাদের গড় হিসাব ১ লাখ ১২ হাজার ৬৯ জন।
গবেষণা দলটি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি একটি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদ বিশ্লেষণের মাধ্যমে এই পরিসংখ্যান তৈরি করেছে।
আগের গবেষণাকে ভিত্তি করে এবার তারা আরও বিস্তারিতভাবে মৃত্যুহার পর্যালোচনা করেছে। পুরুষ ও নারী—উভয়ের মৃত্যুহার আলাদাভাবে পরীক্ষার পাশাপাশি বয়সভিত্তিক হিসাবও করা হয়েছে। গবেষকদের অনুমান অনুযায়ী, নিহতদের প্রায় ২৭ শতাংশ ১৫ বছরের নিচের শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

