যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন যাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে লন্ডনের কিংসক্রসগামী ট্রেনটি যাত্রা শুরু করেছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। প্রায় এক ঘণ্টা পর হান্টিংডনের কাছাকাছি পৌঁছালে হঠাৎই ট্রেনের ভেতর ছুরি হামলা শুরু হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছায়, তখন এক যাত্রী হঠাৎ কামরায় ঢুকে টলতে টলতে বললেন, ‘তাদের কাছে ছুরি আছে, তারা আমাকে আঘাত করেছে।’ এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”
বিবিসি জানিয়েছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পরপরই পরিবহন পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, দুজনই বর্তমানে কারা হেফাজতে আছেন এবং হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক বিবৃতিতে ঘটনাটিকে “বাকরুদ্ধকর” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই ভয়াবহ ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং জীবনরক্ষাকারী সহায়তা প্রদানের জন্য জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানাই। ওই এলাকার সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, পুরো ট্রেন এবং আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হান্টিংডন স্টেশনে ট্রেন চলাচল সীমিত রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

