কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—যতদিন এখানে থাকব, আমি কিছু নিতে আসিনি। আমি নির্মোহভাবে কাজ করতে এসেছি। এই সামান্য পৃথিবীতে টাকা-পয়সা আমাকে টানে না। যেদিন চলে যাব, আমার কাজের মাধ্যমেই আমাকে মনে রাখবেন।”
তিনি আরও বলেন,“জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমি জনগণের একজন কর্মচারী। খালি হাতে কুষ্টিয়ায় এসেছি, খালি হাতেই ফিরে যেতে চাই। কোন ধরনের নামফলক উন্মোচন করে স্মৃতি রেখে যেতে চাই না। আমার কাজই হবে আমার পরিচয়।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“সরকারি প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নজর রাখতে হবে। কোথাও অন্যায় বা দুর্নীতি দেখলে তা লেখনীর মাধ্যমে তুলে ধরুন। কুষ্টিয়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদমাধ্যম—সবার সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান,শিক্ষার্থীরা মোবাইল ফোন বা মোটরসাইকেল নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া জেলা ও উপজেলায় কোনও চাঁদাবাজ বা দালালের স্থান হবে না বলে স্পষ্ট করে জানান নবাগত জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন—কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাংবাদিক আছাদুর রহমান বাবু, হুমায়ুন কবির হিমু, মিরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম, বন কর্মকর্তা জুয়েল আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হমান্নাজ খন্দকার, প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা চত্বরে একটি মেহগনি গাছ রোপণ করেন। এছাড়া তিনি উপজেলা ফুটবল মাঠে স্থাপিত দৃষ্টিনন্দন বেঞ্চ পরিদর্শন, পৌর পার্ক পরিদর্শন, সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন এবং সদরপুর আশ্রায়ন প্রকল্পে বিভিন্ন পরিবারের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
শেষে তিনি ছাতিয়ান ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুর খোঁজখবর নিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

