AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৬ এএম, ২ নভেম্বর, ২০২৫

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো এক বিবৃতিতে বলেন, “দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বলে মনে হচ্ছে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বা নাশকতা হিসেবে দেখার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বিস্ফোরণটি ঘটে শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে, যখন দেশজুড়ে ‘ডে অব দ্য ডেড’ উৎসব চলছিল—এই দিনে মেক্সিকানরা প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে নানা আনুষ্ঠানিকতা পালন করে থাকে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সহায়তার জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রদ্রিগেজের নেতৃত্বে একটি জরুরি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, সুপারমার্কেটের সামনের অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙে পড়েছে জানালা ও দেয়াল। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!