সৌদি আরব, ইরাক ও ইরানে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)–এর তথ্য উদ্ধৃত করে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সৌদি আরবের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এ কম্পন রেকর্ড করে।
সৌদির পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় রিখটার স্কেলে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
হরাত আল-শাকা সৌদি আরবের প্রধান আগ্নেয় লাভাক্ষেত্রগুলোর অন্যতম।
একই সময়ে ইরাক ও ইরানেও রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানায় এসজিএস।
এখন পর্যন্ত কোনো দেশেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

