AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪১ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা কয়েক দিনের মধ্যেই কার্যকর হতে পারত। তার আগেই শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সুপ্রিম কোর্টের অনুরোধের ভিত্তিতে পুলিশই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সূত্রের তথ্যে বলা হয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো তার বাবার বাসার সামনে একটি সমাবেশ আয়োজন করেন। ওই সমাবেশের পরই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি আদেশ জারির উদ্যোগ শুরু হয়।

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। নির্বাচনে হেরে যাওয়ার পরও তিনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভ্যুত্থানচেষ্টার দায়ে চলতি বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চে চারজন তার বিরুদ্ধে রায় দেন।

রাজনৈতিক অভ্যুত্থানচেষ্টার পাশাপাশি বলসোনারোর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এ সংগঠনের মাধ্যমে তিনি জোর করে ব্রাজিলের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিতে চেয়েছিলেন।

২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায়। এই ঘটনার পরই সশস্ত্র সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ আরও জোরালো হয়।

তবে বলসোনারো শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!